Ind VS Eng Test: পন্থ-জাডেজার দুরন্ত ব্যাটিংয়ে এজবাস্টন টেস্টের প্রথম দিনে কামব্যাক ভারতের | Bangla News

2022-07-02 536

এজবাস্টন টেস্টের প্রথম দিনে ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজার দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে কামব্যাক ভারতের। অথচ দিনের শুরুতে অ্যান্ডারসন-স্টোকসদের দাপটে কার্যত কাঁপছিল টিম ইন্ডিয়ার টপ অর্ডার। ১০০ রানের মধ্যেই পড়ে যায় ৫ উইকেট।তারপরই পরিত্রাতা পন্থ। যোগ্য সঙ্গত রবীন্দ্র জাডেজার। ঋষভ ফেরেন ১৪৬ রানে। ৮৩ রানে ক্রিজে আছেন জাডেজা। ফের ব্যর্থ বিরাট। দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে ৭ উইকেটে ৩৩৮ রান। ৫২ রানে ৩ উইকেট নেন জেমস অ্যান্ডারসন।